Total Pageviews

November 15, 2011

গুয়াংজুর প্রতিশোধ নেয়া হলো না বাংলাদেশেরক্রীড়া প্রতিবেদক

ফিল্ডিংকেই দুষলেন মমতাক্রীড়া প্রতিবেদক


মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৩ রানের বড় পরাজয়ের 
পেছনে দলের বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন বাংলাদেশের কোচ মমতা মাবেন। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মমতা বলেন, 'খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা কয়েটা ক্যাচ ধরতে পারেনি। কারণ প্রথম ৩ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তান বেশ চাপে ছিল, ওই সময় নতুন ২ ব্যাটসম্যানই একবার করে লাইফ পান।'
বাংলাদেশের কোচ যখন তার দলের হারের জন্য কারণ খুঁজছিলেন ঠিক তার আগে পাাকিস্তানের 
অধিনায়ক সানা মীর বলেন বাংলাদেশের মেয়েরা বেশ উন্নতি করেছে। কারণ গত এশিয়ান গেমসে টি২০ ম্যাচে আমরা ২০ ওভারে তাদের অলআউট করেছিলাম। কিন্তু আজ (কাল) ৪০ ওভারের বেশি ব্যাট করেছে। এই টুর্নামেন্টে আমাদের শুরুটা খুবই ভালো হয়েছে। দল যেভাবে আজকে খেলেছে তাতে আমিও খুব খুশি।'
এদিকে বাংলাদেশের কোচ বলেন, '৫৬ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে বিসমাহ ও জাভেরিয়া 
৭৮ রান যোগ করেন। এটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে ওই সময় আমাদের ফিল্ডিংটা মোটেও ভালো হয়নি। আমরা অতিরিক্ত ২০ থেকে ৩০ রান বেশি দিয়েছি। যদিও আমাদের লক্ষ্য ছিল ১৭০ থেকে ১৭৫ রানের মধ্যে ওদের আটকে রাখার। তাহলে খেলার ফলাফলটা অন্যরকম হতে পারতো। ম্যাচের মাাঝামাঝি সময়ে আমরা খেলা থেকে ছিটকে গেছি। শীর্ষ ছয়ে উঠতে হলে আমাদের পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও জাপানকে হারাতেই হবে। কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ টুর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী দল।'
 

No comments:

Post a Comment